নিজস্ব প্রতিনিধি :- শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবির (কর্মশালা ) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, ওয়ার্ড সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কাজকে আরো গতিশীল করতে হবে। তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর। উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা সাবেক আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা নুর আলম প্রমূখ।
উক্ত শিক্ষা শিবিরে উপজেলার ৭২ টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।