নিজস্ব প্রতিবেদ:
রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুত্বর জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় আহতরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের চকজয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন শাকির(৬০), হালিম(৫০), আব্দুল হাকিম(৭০), মরিয়ম বেগম। এদের মধ্যে গুরুতর আহত শাকির ও হালিম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। আর বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
জানা গেছে, চকজয়নগর বিলে আঠারো কাঠা ফসলি জমি শাকির ও হালিমের বাপ দাদার ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক। তারা দীর্ঘদিন জমিতে আবাদ করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে একই এলাকার রেন্টু, আজাদ, জাহাঙ্গীর, জালালসহ বেশ কয়েকজন জমি দখল করে নিয়েছিলো। গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পরে পুনরায় ওই জমি শাকিরসহ সকল ওয়ারিশগণ দখলে নিয়ে ৩২ টি আমগাছ ও ফুলকপি চাষ করেন।
হাসপাতালে ভর্তি আহত শাকির বলেন, আমাদের জমিতে ফুলকপি চাষ করি আজ সকালে জমি থেকে ফুলকপি উঠিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাব এমন সময় রেন্টু, আজাদ, রিদয়, জাহাঙ্গীর, জাহিদ জালালসহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করে।
আহত হালিম বলেন, বাপ-দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া আঠারো কাঠা জমি দীর্ঘদিন থেকে আমরা চাষাবাদ করে আসছি। আওয়ামী লীগ সরকার আমলে এই জমি রেন্টুসহ এলাকার কয়েকজন জমিটি তাদের দাবি করে তারা দখলে নিয়ে নেই। পরবর্তীতে সে জমি আমরা পুনরায় দখল নিয়ে চাষাবাদ করি। আজ সকালে সেই জমিতে আমার ভাই সহ কয়েকজনের ওপর রেন্টু ভাড়াটিয়া ২০-২৫ জন লোক হামলা করে। পরবর্তীতে তারা জমিতে থাকা ৩২ টি আমগাছ ও ফুলকপি নষ্ট করে দেয় এতে আমাদের প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আহত শাকিরের ছেলে কলেজ শিক্ষার্থী সাগর আলী বলেন, আমার বাবা ও চাচাসহ ৪ জনকে রেন্টুর ভাড়া করা সন্ত্রাসী বাহিনীরা হামলা করেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আমি এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেন্টুকে মুঠো ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরে কলটি কেটে দেন। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)নুরুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।