ষ্টাফ রিপোর্টারঃ- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর ডাবতলা এলাকায় প্রকাশে মাদক বিক্রয়ের ভিডিও ধারন করাকে কেন্দ্র করে সাংবাদিক মেহেদি হাসান কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে মাদক ব্যবসায়ী শেফালী ও তার সন্ত্রাসী বাহিনীরা।
গালিগালাজ করতে নিষেধ করলে মাদক ব্যবসায়ী শেফালী ও তার সন্ত্রাসী বাহিনীরা ক্ষিপ্ত হয়ে ২০ নভেম্বর বুধবার রাত
সাড়ে ৮.৩০ টায় সাংবাদিক মেহেদী হাসানকে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে হামলা করে গুরুতর আহত করে কিল ঘুষি মারতে থাকে।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে শেফালী সহ তার বাহিনীরা পালিয়ে যায়। এবং সাংবাদিক মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ( রামেক) হাসপাতালে ৮ নং ওয়ার্ডে ভর্তি করে।
এ বিষয়ে মেহেদী হাসান বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় শেফালী,মামুন,সম্রাট, ও বাদশাসহ আরো ২ জনকে অজ্ঞতো নামা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান,সেফালী দীর্ঘদিন যাবত পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে এই রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবং যুব সমাজ ধ্বংস করছে।
স্থানীয়রা আরোও জানান, মাদক ব্যবসায়ী শেফালী ও তার সন্ত্রাসী বাহিনীরা প্রভাবশালী হওয়ার কারণে এলাকায় কেউ ভয়ে মুখে না এবং কোন প্রতিবাদ করতে সাহস পায়না। এই মাদক ব্যবসায়ী শেফালির আতঙ্কে এবং হুমকিতে রয়েছে এলাকাবাসী।
শেফালী সহ তার সন্ত্রাসী বাহিনীকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছেন রাজশাহীর হাজরাপুকুর ডাবতলা এলাকার সুশীল সমাজ।