মেহেদী হসান রাজঃ- বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ২৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। রবিবার বিকেলে রাজশাহী বিভাগীয় অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা একটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার বিশেষ প্রতিনিধি রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আব্দুল মোমিন ওয়াহিদ হিরো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি বারিউল আলম শান্ত এবং রাজশাহী মডেল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সোহাগ আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ মাতাব্বরসহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ভোরের চেতনা পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রশংসা করেন।
তারা বলেন, এটি প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং সংবাদ পরিবেশনে সবসময় আপোষহীন থেকে কাজ করে যাচ্ছে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়, যা সকলের মধ্যে আনন্দের মুহূর্ত সৃষ্টি করে।