মোঃ রাজন, রাজশাহী ব্যুরো:-রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক সঞ্জিত দাস গনা (৪২)।তিনি ওই এলাকার মৃত কালীপদ দাসের ছেলে।শনিবার সকালে স্থানীয়রা সঞ্জিতের লাশ সাগরপাড়া এলাকার কাউয়ুম ডাক্তারের পুকুরে লাশটি ভেসে থাকে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, কি কারণে মৃত্যু হয়েছে সঞ্জিতের তা নিশ্চিত হওয়া যায়নি।তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার হওয়া যেতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিউজ তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।