ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ৩২০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাজন আলী
জুন ১৩, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাজন আলী বিশেষ প্রতিনিধিঃ- রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেন। দিবাগত রাত ২ টায় (১৩ জুন) চারঘাট উপজেলার শ্রীখন্ডী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

 

গ্রেফতারকৃত আসামী হলেন, চারঘাট উপজেলার আস্কুরপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে মারুফ হোসেন মিতুল (২৫)।

 

এই বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মিতুল আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকার অজ্ঞাত স্থানে যাচ্ছিল। এ সময় র‌্যাব-৫, সিপিএসসির একটি টিম তাকে ৩২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করে।

 

মিতুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন ট্রাক হেলপার। ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদক ফেনসিডিল পাচার করে আসছিলেন এবং সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য

 

আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে  নিউজ তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।