স্ত্রী শেরিফা কাদেরকে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক বানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে জাতীয় সাংস্কৃতিক পার্টির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করেছেন।
এ কমিটির আহ্বায়ক হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের ও পার্টির কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন আহমেদকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এই সাইটে নিউজ তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।