ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নয় দিনে ১০ লাখ টাকা গণচাঁদা পেল ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নতুন রাজনৈতিক দল গঠন করতে গণচাঁদা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় দশ লাখ টাকার মতো অনুদান পেয়েছে ছাত্র অধিকার পরিষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হিসাব প্রকাশ করেছেন পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

ঘোষণার নয় দিনে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা।

এতে উল্লেখ করা হয়, মোট নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান আসলেও এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসেবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমাদের হিসাব পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। প্রাপ্ত সব টাকাই নতুন গঠিত দলের সাংগঠনিক কাজ ও মানুষের অধিকার আদায়ের কাজে ব্যয় হচ্ছে এবং হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এ প্ল্যাটফর্ম ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ গঠন করার পর এবার রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিচ্ছে।

এই সাইটে  নিউজ তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।